আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী।
সন্মেলনে যোগ দিতে আশা নেতাকর্মীদের চাপে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে ও টিএসসি এলাকায় নেতাকর্মীদের উপস্থিতির এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী। গেট দিয়ে নেতাকর্মীদের ঢুকতে শাহবাগের দিক থেকে লাইন করে দেওয়া হলেও গেটের কিছুটা আগেই লাইন ভেঙে সবাই ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন।
এছাড়া একসঙ্গে সব নেতাকর্মী গেটে এলে মাঝেমধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে গেট।
মতামত দিন