• ২০২৪ নভেম্বর ২৩, শনিবার, ১৪৩১ অগ্রহায়ণ ৯
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঘরের মাঠে দর্শকদের হতাশ করলো সিলেট স্ট্রাইকার্স

  • প্রকাশিত ০২:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
ঘরের মাঠে দর্শকদের হতাশ করলো সিলেট স্ট্রাইকার্স
টাইমবাংলা
শহীদুর রহমান জুয়েল

প্রথম খেলাই ঘরের মাঠে খেলতে নেমে প্রথম থেকেই দর্শকদের হতাশ করলো সিলেট স্ট্রাইকার্স ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো কানায় কানায় পরিপূর্ণ  ছিলসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 

শেষ মুহুর্তে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে বিপর্যয় সামাল দেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯২ রান তুলতে পারে স্বাগতিকরা।

শুক্রবার সিলেট পর্বের প্রথম খেলায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় স্ট্রাইকার্স বাহিনী। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স। 


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেললে, বিপর্যস্ত সিলেট স্ট্রাইকার্সের মান বাঁচান তরুন তুর্কি তানজিম হাসান সাকিব। কিছুক্ষণ তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সাকিবের ৪১ রানে ভর করে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ দাঁড়ায় ৯২ রান। রংপুর রাইডার্সের হয়ে ৩টি করে উইকেট নেন ওমরজাই এবং হাসান মাহমুদ। গুরুত্বপূর্ণ দুটি উইকেট আদায় করেন মাহেদী হাসান। ৯৩ রানের টার্গেটে খেলতে নেমে হেসেখেলে জয় পেয়েছে রংপুর রাইডার্স। রাইডার্সের হয়ে অপরাজিত ৪১ রান করে দলকে জয়ের বন্দরে নোঙর করান রনি তালুকদার। ৬ উইকেটের বিশাল জয়ে খানিকটা বাঁধার সৃষ্টি করেছিলেন সিলেটের কাপ্তান মাশরাফি মর্তুজা। দূর্দান্ত স্পেলে মাশরাফি ২ উইকেট, রেজাউর ও মোহাম্মদ আমির নেন একটি করে উইকেট।

সর্বশেষ