স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগতহোম চৌধুরী টস জিতেও আজ (শনিবার) ব্যাটিং বেছে নিয়েছেন।
দুই দলের মধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে আছে মাশরাফি বিন মর্তুজার সিলেট।
৮ ম্যাচের ৬টিই জিতে তারা তালিকার দুই নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে ছয় নম্বরে চট্টগ্রাম।
চট্টগ্রাম একাদশ
ম্যাক্স ও'দাউদ, উসমান খান, মেহেদি মারুফ, শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কুর্তিস ক্যাম্ফার, ইরফান শুক্কুর, বিজয়াকান্ত বিয়াসকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা।
সিলেট একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, তানজিম হাসান সাকিব
মতামত দিন