• ২০২৪ এপ্রিল ১৮, বৃহস্পতিবার, ১৪৩১ বৈশাখ ৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বললেন ওয়েবের জনক চ্যাটজিপিটির মতো ভার্চ্যুয়াল সহকারী থাকবে মানুষের

  • প্রকাশিত ১১:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
বললেন ওয়েবের জনক চ্যাটজিপিটির মতো ভার্চ্যুয়াল সহকারী থাকবে মানুষের
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এআই প্রযুক্তির ব্যক্তিগত সহকারী থাকবে মানুষের
এআই প্রযুক্তির ব্যক্তিগত সহকারী থাকবে মানুষেররয়টার্স
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউডব্লিউডব্লিউ) জনক স্যার টিম বার্নার্স লি বলেছেন, অদূর ভবিষ্যতে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবটের মতো নিজস্ব এআই সহকারী থাকবে মানুষের। ফলে দৈনন্দিন সব কাজে ভার্চ্যুয়াল সহকারীর সহায়তা নেওয়া যাবে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনবিসির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে স্টার্টআপ প্রতিষ্ঠান ইনরাপ্টের সহপ্রতিষ্ঠাতা টিম বার্নার্স লি জানান, ব্যবহারকারীদের সব তথ্য অনলাইনে সংরক্ষণ করতে কাজ করছে ইনরাপ্ট। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ইন্টারনেট ব্যবহারকারীদের খুঁটিনাটি তথ্যের সমন্বয়ে অনলাইনে তথ্যভান্ডার তৈরি করা। তথ্যভান্ডারের তথ্যগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীকে প্রযুক্তিসেবা দিতে পারবে ওয়েবসাইটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। অনলাইন তথ্যভান্ডার তৈরির কাজ শেষ হলে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবটগুলো ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত সহকারীর মতো বিভিন্ন কাজে সহায়তা করতে পারবে।
টিম বার্নার্স লির তথ্যমতে, তথ্যভান্ডার তৈরির পর এতে ‘চার্লি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হবে। ভার্চ্যুয়াল সহকারীর মতো ব্যবহারকারীদের দৈনন্দিন বিভিন্ন কাজে সহায়তা করবে এই চ্যাটবট। অ্যামাজনের ভার্চ্যুয়াল সহকারী অ্যালেক্সা এবং অ্যাপলের সিরির তুলনায় ভালো ব্যক্তিগত সহকারী হবে এই চ্যাটবট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ