• ২০২৪ মে ০৪, শনিবার, ১৪৩১ বৈশাখ ২১
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আমি শতভাগ ফিট নই : তামিম ইকবাল

  • প্রকাশিত ০৬:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ০৪, ২০২৪
আমি শতভাগ ফিট নই : তামিম ইকবাল
ফাইল ছবি
শহীদুর রহমান জুয়েল

পিঠের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। সেই চোট এখনো পুরোপুরি সারেনি।

তবু আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন তামিম। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিম নিজেই এ কথা বলেছেন।

আগামীকাল খেলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ঠিক আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।’

দলের ক্ষতি হোক, এমন কিছু অবশ্য করতে চান না তামিম, ‘আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি আগামীকালের জন্য প্রস্তুত।’

ম্যাচের সময় কোনো সমস্যা হলে কী হতে পারে, সে প্রসঙ্গে তামিমের মন্তব্য ছিল এ রকম, ‘ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কাল কী হয়!’

সর্বশেষ