• ২০২৪ মে ০৪, শনিবার, ১৪৩১ বৈশাখ ২০
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট কানাইঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত ০৫:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ০৪, ২০২৪
সিলেট কানাইঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাইম বাংলা
সিলেট অফিস

সিলেটের কানাইঘাট বুধবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে মাদক ব্যবসায়ী ও ভাসমান মাদক বিক্রেতা আজমল হোসেন কালাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেন জনতার ধাওয়া খেয়ে বেশ কিছু ভারতীয় মদের বোতল ফেলে আজমল হোসেন পালিয়ে যায়।

তাৎক্ষণিক ভাবে বিষয়টি কানাইঘাট থানা পুলিশ জানতে পেরে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশে থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ ও এসআই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে থানা পুলিশ কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মাদক ব্যবসায়ী আজমল হোসেন ওরফে কালাকে গ্রেফতার করতে তার ভাড়াটিয়া বাসা উত্তর গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চটের বস্তায় রক্ষিত সহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার মোট ২১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী আজমল হোসেন ওরফে কালার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দয়ের করেছে। কানাইঘাট থানার মামলা (নং- ১১- ২০/০৭/২০২৩) দায়ের করা হয়েছে।

থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজমল হোসেন কালা ঘনঘন ববসবাসের স্থান বদল করে ভাসমান অবস্থায় মাদক বিক্রি করে আসছিল।


উত্তর গোবিন্দপুর এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে তাকে ২১০ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকে বলে তিনি জানান। 

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

সর্বশেষ