সিলেট কানাইঘাট থানা পুলিশ রাতভর ব্যাপক অভিযানে ৮ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় ২২ জুলাই রাতভর অভিযান করে কানাইঘাট থানার বিভিন্ন এলাকা হইতে তাদেরকে গ্রেফতার করেন।
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
সিআর- ২৭৯/২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হলেন,
১. বাহার উদ্দিন(৪৫), ২. বশির উদ্দিন(৫০), উভয় পিতা-মৃত ওয়াতির আলী, ৩. আবিদ(২০), পিতা-বশির উদ্দিন, সর্ব সাং-পশ্চিম জুলাই, জৈন্তাপুর জিআর- ৭১/২৩ এর গ্রফতারী পরোয়ানাভুক্ত আসামী ৪. শাহাব উদ্দিন(৪৮), পিতা- মৃত আব্দুর রব কানাই মিয়া, সাং-বড়বন্দ ৪র্থ খন্ড(নয়ামাটি), কানাইঘাটি জিআর- ১৩/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৫. মোঃ ছামির উদ্দিন তমির উদ্দিন (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-ডাউকের গুল বাখালছড়া, ৬ মোঃ সিফাত (২৮), পিতা-মোঃ জামির আলী, সাং-ডাউকেরগুল, থানা- কানাইঘাট, গোলাপগঞ্জ জিআর- ৩৮/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৭. রাজু আহমদ (১৯), পিতা-ফারুক আহমদ, সাং-সুতারগ্রাম উত্তর এবং বন সিআর- ০১/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৮. সানুর (৩৫), পিতা-আব্দুল মুছব্বির, সাং-ডাউকেরগুল, সর্ব থানা- কানাইঘাট।
মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা জানান,গ্রেফতারকৃত ৮ আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মতামত দিন