আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনের বিপরিতে ৪৮ জন প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন তারা।
মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট-১ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১ জন, বাংলাদেশ কংগ্রেস ১ জন, স্বতন্ত্র ১ জন, জাকের পার্টির ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-১।
সিলেট-২ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১ জন, জাতীয় পার্টি ২ জন, তৃনমুল বিএনপি ২ জন, গণফোরাম ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ১ জন, বাংলাদেশ কংগ্রেস ১ জন, স্বতন্ত্র ৪ জন, জাকের পার্টি ১ জন।
সিলেট-৩ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি-১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১ জন, জাতীয় পার্টি ১ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, স্বতন্ত্র ৩ জন।
সিলেট-৪ আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১ জন, ইসলামী ঐক্যজোট ১ জন, জাকেরপার্টি ১ জন, তৃনমুল বিএনপি ১ জন।
সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১ জন, স্বতন্ত্র ২ জন, তৃনমুল বিএনপি ২ জন, জাতীয় পার্টি ১ জন, বাংলাদেশ কংগ্রেস ১ জন, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ১ জন।
সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-১ জন, জাতীয় পার্টি ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ১জন, স্বতন্ত্র ১ জন, তৃনমুল বিএনপি ১জন, ইসলামী ঐক্যজোট ১ জন।
উল্লেখ্য, সিলেট জেলা ৬টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ সময় পর্যন্ত ৪৮ জন প্রার্থী নিজেদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মতামত দিন