• ২০২৪ নভেম্বর ২২, শুক্রবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট ৩ আসন : তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
সিলেট ৩ আসন : তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
টাইম বাংলা
সিলেট অফিস :

সিলেট-৩ আসনে ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন- ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কফিল উদ্দিন চৌধুরী,এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী। এসময় ফখরুল ইসলাম এর মনোনয়ন স্থগিত করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

রোববার যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন আফরোজ, শেখ জাহেদুর রহমান মাসুম, আতিকুর রহমান আতিক।

এর আগে আসনটি থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল, ১ জনের স্থগিত ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

সিলেট জেলার ৬ আসনে মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

সর্বশেষ