আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেট এসে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সিলেটে এসে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
দীর্ঘ পাঁচ বছর পর আজ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
জনসভাস্থল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠ ইতোমধ্যে অনেকটা নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে চলছ জনসভা।
মতামত দিন