 
		                            	 								 পাঠান ও 'জওয়ান'র অভাবনীয় সাফল্যের পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা 'ডানকি'৷ 
সিলেট বিজিবি সিনেমাহলের পরিচালক কামরুল আহমদ তালুকদার জানান,আপনাদের সবার প্রিয় বিজিবি সিনেমা হল (আখালি) এখন আর উন্নত করা হয়েছে এই সিনেমা চলবে পুরো মাস।
সিনেমা দেখার জন্য উৎসাহী সিনেমাপ্রেমি সিলেটবাসী আপনাদের আসনটি নিশ্চিত করুন এখনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বুকিং করা যাবে।
মতামত দিন