• ২০২৫ এপ্রিল ১১, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট এয়ারপোর্ট রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত ০৩:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
সিলেট এয়ারপোর্ট রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি)

সিলেট নগরীর এয়ারপোর্ট রোড এলাকায় মোটরসাইলে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা মো. মেহদি আফনান (৩২), হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার বাসিন্দা আশফাকুজ্জামান। 

বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট রোডে মালনিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটানা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলে একটি মিনিবাস (নোয়া) দাঁড়ানো ছিলো। মেহদি আফনান মোটরসাইকেল নিয়ে ওই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন রাস্তায়। তিনি ঘটস্থালেই মারা যান। আর আহত আশফাক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।


সিলেট এয়ারপোর্ট থানার ওসি নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান মেহদি আফনান। গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ