সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।
টসে জিতে বাংলাদেশ টিমের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কাকে বেটিং আহবান করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৫ রান।
সিরিজে এখনও পর্যন্ত সমতা বিরাজ করায় দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ লঙ্কানদের বিপক্ষে অনেক দ্বৈরথ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
সিলেট মানুষেরা ক্রিকেট প্রেমের কথা কে না জানে! টাইগারদের কোনো ম্যাচ হলেই দলমত নির্বিশেষে এক কাতারে এসে দাঁড়ায় এই চায়ের দেশের ক্রিকেট প্রিয় মানুষেরা।
গলা ফাটিয়ে নিজেদের সমর্থন জানান দেয় তারা।
সিরিজে প্রথম ম্যাচে মাঠে দর্শকের তেমন উপস্থিতি ছিল না বললেই চলে। তবে গত ম্যাচে চিত্রটা ছিল ভিন্ন মাঠে দর্শক উপস্থিতি ছিল অনেক।
প্রায় ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি আজকের ম্যাচে কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে না। কানায় কানায় পরিপূর্ণ গ্যালারির প্রতিটি অংশ, নেই তিল ধারণের ঠাঁই। চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে টিকিট কিনে মাঠে আসা সমর্থকদের সংখ্যা নেহাত কম নয়।
মতামত দিন