বাংলাদেশ সরকারন নিবন্ধিত ১৫ নাম্বার অনলাইন নিউজ পোর্টাল টাইম বাংলা নিউজের সিলেট জেলা প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য তরুণ সাংবাদিক শহীদুর রহমান জুয়েলের জন্মবার্ষিকী আজ।
আজ ৭ ই এপ্রিল এইদিনে সিলেট মহানগরীর খাসদবীর তিনি জন্মগ্রহণ করেন।
তিনি মূলত সাংবাদিক তবুও তিনি নিজেকে মূলত একজন সমাজসেবক হিসেবে গড়ে তুলতে চান।
নাম শহীদুর রহমান জুয়েল,পিতা : হাজী আব্দুস সামাদ,মাতা : শামীম আরা নিগম।
এ পার্থিব জগতে বিধাতার বিধানে জন্ম মৃত্যু চিরন্তন সত্য তাই হয়ত কোনও এক কবি ব্যাকুল হৃদয়ে গেয়েছিলেন, “জন্মিলে মরিতে হবে জানিবে নিশ্চয় আজ এই বাদল দিনে বর্ষণ মুখর সন্ধ্যায় তারই একটি (জন্মদিন) পালিত হতে যাচ্ছে তোমার জীবনে আজ থেকে অনেক বছর আগে ঠিক এই দিনে পৃথিবী যখন বঙ্গ জননির কোলে এক ঘন বর্ষার অঝোর বৃষ্টি ধারার স্নিগ্ধতা, শুভ্র পবিত্রতা আর মৌসুমি বায়ুর নির্মল মায়া ছড়িয়ে বঙ্গ জননীকে অপরূপ রূপে।
মতামত দিন