• ২০২৫ Jul ১৩, রবিবার, ১৪৩২ আষাঢ় ২৯
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশের ম্যাচে বৃষ্টির হানা, টস বিলম্বিত

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১৩, ২০২৫
বাংলাদেশের ম্যাচে বৃষ্টির হানা, টস বিলম্বিত
Time bangla
ক্রীড়া ডেস্ক :

বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন আরও রঙিন করতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেদারল্যান্ডসও সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে কিছুটা পিছিয়ে ডাচরা। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় সাড়ে ৮টায় মাঠে নামার কথা দুদলের, টস ৮টা নাগাদ। কিন্তু আরনস ভেল গ্রাউন্ডে বৃষ্টির বাগড়া। ফলে পিছিয়ে গেল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টসের সময়।

আজ কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি নয়। আকাশে যে খুব বেশি মেঘ আছে তাও কিন্তু নয়। তবে এই বৃষ্টির জন্য টসে কিছুটা বিলম্ব হচ্ছে।

ক্রিকবাজের পিচ রিপোর্টে অ্যালান উইলকিন্স ও শন পোলক বলেছেন, সাগরের তীরঘেঁষা এই ভেন্যুতে সবুজ ঘাসের উপস্থিতি আছে, বাতাসের গতিবেগও কম নয়। ফলে ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে বাতাস বইছে।

সর্বশেষ