• ২০২৫ জানুয়ারী ২৮, মঙ্গলবার, ১৪৩১ মাঘ ১৫
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব

  • প্রকাশিত ০৯:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব
প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪
অনলাইন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে।

২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের এ তালিকা প্রকাশ করে আসছে। এই ক্যাটাগরিগুলো হলো- ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

চলতি বছর এ তালিকায় শীর্ষ স্থানের রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন। ইয়েমেনি ইসলামিক স্কলার শেখ আল-হাবিব উমর বিন হাফিজ দ্বিতীয়, কাতারের তামিম বিন হামাদ আল থানি তৃতীয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আর তালিকার ৫০তম স্থানে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সর্বশেষ