• ২০২৫ এপ্রিল ০৪, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২০
  • সর্বশেষ আপডেট : ০১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দুই কিডনি নষ্ট বাঁচাতে পরিবারের আকুতি

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
দুই কিডনি নষ্ট বাঁচাতে পরিবারের আকুতি
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

দেখতে দেখতে কেটে গেছে তার জীবনের ৩৩টি বছর। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মারণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন পারলো তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে ইমরান আহমদ আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা।

চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ইমরান আহমদ তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি  স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার।

তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই ভারতের নিয়ে যেতে চান চিকিৎসার জন্য। তবে তারা পারছেন না আর্থিক সামর্থ্যের অভাবে।  নিরূপায় হয়ে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন । 

ইমরান আহমদ সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ +8801739668366

সর্বশেষ