• ২০২৫ এপ্রিল ০৩, বৃহস্পতিবার, ১৪৩১ চৈত্র ২০
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে এবার T20 সিরিজে আইরিশদের মুখোমুখি নিগার সুলতানার দল

  • প্রকাশিত ০৭:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০২৫
সিলেটে এবার T20 সিরিজে আইরিশদের মুখোমুখি নিগার সুলতানার দল
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

সিলেটে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, 'অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।

ওয়ানডে সিরিজে সহজেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের সবকটিতেই সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছিল টাইগ্রেস নারীরা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচের আগের দিন আজ ব্যতিক্রমী ট্রফি উন্মোচনের ব্যবস্থাও রেখেছিল বিসিবি।

বাংলাদেশ অধিনায়ক জানালেন জয়ের লক্ষ্যের কথায়, 'অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।'

জ্যোতি অবশ্য বেশি আত্মবিশ্বাসী হচ্ছেন না, 'আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।'

সর্বশেষ