• ২০২৪ ডিসেম্বর ২৭, শুক্রবার, ১৪৩১ পৌষ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি

  • প্রকাশিত ০৬:১২ পূর্বাহ্ন শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম।

সফরসঙ্গীদের বেশির ভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া তিনজন দলীয় নেতা, দুজন একান্ত সচিব, একজন প্রটোকল অফিসার, পুত্রবধূ ও দুজন গৃহকর্মী রয়েছেন।

এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ হবে।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। তখন পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান তিনি। সেই সময় যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।

এবার লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিন্সে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডন ফিরবেন তিনি। লন্ডন থেকে পরিবারসহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন তিনি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন সেখানকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী ৭ জানুয়ারি দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে সফরের সময়সূচি।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার বিদেশযাত্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্থিতিশীল বলেও জানান তিনি।

গত রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন লন্ডন যেতে পারেন। সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু দলীয় একটি সূত্র জানিয়েছে, ২৯ ডিসেম্বর লন্ডন যাওয়ার প্রস্তুতি নেওয়া হলেও খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তারিখটি পরিবর্তন করা হয়। আগামী ৭ জানুয়ারি ফের লন্ডন সফরে যাওয়ার বিষয়টি অবহিত করতে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে।

সফরসঙ্গী হচ্ছেন যারা : খালেদা জিয়ার লন্ডন সফরের ১৬ সদস্যের টিমে রয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, মেডিকেল বোর্ডের ৬ সদস্য ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. শরীফা করিম স্বর্ণা, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদার রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ, গৃহপরিচারিকা ফাতিমা ও রুপা সিকদার।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক এই প্রধানমন্ত্রীকে একটি দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠায় হাসিনা সরকার। করোনা মহামারি শুরু হলে ২০২০ সালের মার্চে তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দিয়ে তাকে বাসায় পাঠায়। কারাগারে থাকা অবস্থায় লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে পড়েন ৭৯ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর দফায় দফায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া ২৫ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দফায় দফায় মুক্তির মেয়াদ বাড়ালেও গণআন্দোলনে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পান তিনি। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক এই প্রধানমন্ত্রীর দণ্ড মওকুফ করেন।

সর্বশেষ