• ২০২৫ এপ্রিল ১৯, শনিবার, ১৪৩২ বৈশাখ ৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কেউ যাতে শীতে কস্ট না করে সেই লক্ষে কার্যক্রম চালু রাখবেন : কয়েস লোদী

  • প্রকাশিত ০৬:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
কেউ যাতে শীতে কস্ট না করে সেই লক্ষে কার্যক্রম চালু রাখবেন : কয়েস লোদী
time bangla
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :

শহীদ ডা: মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ৫০০ কম্বল ১৮ জানুয়ারী শনিবার লাক্কাতুরা লালমাটিয়া বিতরন করা হয়েছে।

মো: নুর উদ্দিন এর সভাপতিত্তে ও সিহাব চৌধুরীর পরিচালনায় প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল কয়েস লোদী।

প্রধান অতিথি কয়েস লোদী বলেন- শীত নিবারণের জন্য দরিদ্র মানুষের মাঝে উপজেলার প্রায় সবগুলো এতিম খানায়, শহরের হাট বাজার রাস্তাঘাট স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে অবস্থানকারী দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে আপনারাও কার্যক্রম চালু রাখবেন।

এতে আর উপস্থিত ছিলেন,আশরাফ গাজী,জব্বার চৌধুরী,ফখরুজ্জামান ফখরুল,খায়রুল আখতার চৌধুরী,শাহিন আজাদ,সিহাব চৌধুরী,আমিনুল ইসলাম,দিলীপ দে,আবুল কালাম,মো: নুরউদ্দীন,মোস্তফা আহমদ,সাইদুর রহমান বাবলা,হাবিবুর রহমান জুনেদ,সাইফুল ভাই (গ্যাস ),পাভেল আহমদ,আব্দুল কাইয়ুম ,আব্দুল হান্নান,আব্দুল মালেক,আব্দুল আহাদ,খন্দকার মাহবুব,আব্দুল মুমিন,পাভেল কোরেশি,সাইফুল তালুকদার,আহমদ হোসেন,এনাম উদ্দিন,ফয়সল আহমদ,আলমগীর হোসেন আতিকুর রহমান,ওলিউর রহমান,আব্দুর রহিম,লিয়াকত আহমদ,প্রফেসর মাসুক আহমদ,নাসির উদ্দীন,ইমন মিজান, দিলাল, মেরাজ,ইমরান  প্রমুখ।

সর্বশেষ