নরসিংদী সদর মাধবদী থানা মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের হাতিয়ার ও সন্ত্রাসী আটপাইকার আবুল মেম্বার ও বালুসাইর এলাকার মহসিন মিয়া এবং নগর বানিয়াদির ডক্টর আলাল ও আলগা পারার ধর্ম বিশেষজ্ঞ জনাব মোঃ মিলন মিয়া এরা চারজন ছিলেন এমপি নজরুল ইসলাম হিরোর বিশেষ হাতিয়ার ও সন্ত্রাসী তাদের মাধ্যমে এমপি নজরুল ইসলাম হিরো মহিশুড়া ইউনিয়ন কন্ট্রোল করতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর হামলা চালাতেন জোরজবস্তি করতেন সাধারণ মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করতেন এবং এলাকায় দাপট নিয়ে চলতেন এই চার জন সহ আরো যত সন্ত্রাসী আছে সবাই কে আইনের আওতায় আনা হক তার সাথে উপযুক্ত শাস্তি দেওয়া হক।
মতামত দিন