ঈদুল ফিতরের উপলক্ষে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট উদ্যোগ ঈদের জামাত পরে ৪টি নিধারিত স্থান সিলেট কেন্দ্রীয় ঈদগাহ, কার্যালয়ের সামনে লেচুবাগান,খাসদবীর পয়েন্ট,বাইশটিল্লা এতিমখানা এয়ারপোর্ট ফিন্নি মিষ্টিমুখ আয়োজন করা হয়েছে।
আজ সোমবার ৩১ মার্চ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট উদ্যোগ ১৫০০ ফিন্নি বিতরণের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ক্লাবের ছিলেন,সিনিয়র সহ-সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান খান মোসাদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুল হাফিজ শাফী,যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ,সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ খান শামীম , সহ-সভাপতি হাজী সাজ্জাদুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসা উদ্দিন ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, ক্রীড়া সম্পাদক আমান খান কয়েছ, সহ ক্রীড়া সম্পাদক লাহিন আহমেদ,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হোসেন খান ইমাদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন।
সদস্য : মিনার হোসেন মিনার,আনোয়ার হোসেন,আলী মোজতবা সাজু,মো আখতারুজ্জামান মাসুক,আবু হুরাইয়রা খান নাজিম,শেখ আকিব আহমেদ প্রমূখ।
মতামত দিন