• ২০২৫ এপ্রিল ০৩, বৃহস্পতিবার, ১৪৩১ চৈত্র ২০
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট নগররীতে জমেছে ঈদের বাজার ক্রেতাদের উপচে পড়া ভিড়

  • প্রকাশিত ০৭:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০২৫
সিলেট নগররীতে জমেছে ঈদের বাজার ক্রেতাদের উপচে পড়া ভিড়
টাইম বাংলা
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) :

সিলেট মহানগরীতে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার আর মাএ ৭ দিন বাকী নগরীর বিভিন্ন মার্কেট কাপড়ে দোকান ও জুতার দোকান গুলোতে এবার জমজমাট বেচাকেনা।

ঈদের কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিয়ে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন সিলেট নগরীর ছোট-বড় মার্কেট ও বিপণি-বিতানগুলোতে। এতে করে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে নগরীর ঈদ বাজার। 

রবিবার  ( ২৪ মার্চ) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর অভিজাত শপিংমল পর্যন্ত সবখানে চলছে কেনাকাটা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। যেন নিশ্বাস ফেলার সময় পাচ্ছে না তারা। 

সিলেট নগরীর নয়াসড়ক,জিন্দাবাজার,বন্দরবাজার  বিভিন্ন মার্কেট উপচেপেড়া ভিড়ে দেখা গিয়েছে।

এছাড়াও মার্কেট ও স্টেশন বাজারে প্রতিদিনি হাজার হাজার মানুষের ভিড় লেগেই আছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষ কেনাকাটার জন্য এসব মার্কেটকে বেছে নিচ্ছেন। 

নগরীর বেশ কয়েকজন পোশাক বিক্রেতারা জানান, সকাল ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হচ্ছে মার্কেটগুলোতে। ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী শাড়ি, থ্রি-পিস, শার্ট ও প্যান্ট, জুতা, স্যান্ডেল, পাঞ্জাবিসহ অন্যান্য জিনিস কিনছেন।’

সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে বাজারের দোকানগুলোর সামনে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা।

শুকরিয়া মার্কেট দুলহা এক্সক্লুসিভ পাঞ্জাবি হাউজ প্রোপাইটার হুমাউন আহমদ মাসুক জানান, এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাহারি ডিজাইনের পাঞ্জাবি সাজিয়েছি আমরা আমাদের এখানে বেচাবিক্রিও ভালো হচ্ছে আমাদের ৭০% পাঞ্জাবি শেষ।

সর্বশেষ