• ২০২৫ Jul ০১, মঙ্গলবার, ১৪৩২ আষাঢ় ১৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ট্রাক্টর চালক থেকে ভয়ংকর খুনি কাইয়ুম সন্ত্রাস আর দখল দারিত্বের অধ্যায়

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ০১, ২০২৫
ট্রাক্টর চালক থেকে ভয়ংকর খুনি কাইয়ুম সন্ত্রাস আর দখল দারিত্বের অধ্যায়
Time bangla news
আক্তারুজ্জামান বাবু,নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদরের আলোকবালীর নেকজানপুর গ্রামের কাইয়ুম একসময় ট্রাক্টর চালাত। ২০১২ সালে জনপ্রিয় চেয়ারম্যান রাজ্জাক সরকারকে নির্মম হত্যা করে সে খুনের জগতে প্রবেশ করে। এরপর একের পর এক অপরাধ, অস্র ব্যবসা অবৈধ বালু উত্তোলন,জমি দখল, চাঁদাবাজী, ও সন্ত্রাসবাদ।  ২০২১ সালে নেকজানপুরে ট্রিপল মার্ডার হয় তার নেতৃত্বে। 

৫ই আগষ্ট ২০২৪ এরপর থেকে অবৈধ বালু উত্তোলন - লুটে নেই প্রাকৃতিক সম্পদ। তৈরি করে নিজের কোটি টাকার সম্পদ এর পাহাড়।  পবিত্র রমজান মাসে তার অবৈধ বালু উত্তোলন র বিরুদ্ধে মানববন্ধনের জন্য মানুষ নৌকা করে নরসিংদী যাওয়ার সময় নৌকার মধ্যে  আক্রমণ করে,তখন  তার নেতৃত্বে  সেখানে অনেকে আহত হই। 

অবশেষে ২২এপ্রিল  ২০২৫ মেম্বার আমির সরকারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে কাইয়ুুম। 

এইসব খুনি - দখলবাজের জায়গা জেলখানায়,,সমাজে না। 

সর্বশেষ