সিলেট মহানগরীর দারুসালাম বাসিন্দা মৃত্যু কাজি মফিজ আলি ছেলে তরুন সমাজ সেবক জুম্মানের বিবাহ সম্পন্ন হয়েছে।
২৫ এপ্রিল রোজ শুক্রবার পল্লবী কমিনিউটি সেন্টারে মোছা : মুনিয়া আক্তারের সাথে বিবাহ সম্পন হয়।
এতে উপস্থিত ছিলেন, ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কস এর সম্মানিত এম ডি ফজলে করিম খোকা,আর এস এম আব্দুল বাতেন,এ এস এম রাশেদুল ইসলাম রাশেদ, রায়হান আহমদ, আক্তার হোসেন, সিদ্দিকুর রহমান, টিএস ও সাগর আহমেদ এবং সাইফুল ইসলাম প্রমূখ।
মতামত দিন