• ২০২৪ ডিসেম্বর ২৭, শুক্রবার, ১৪৩১ পৌষ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৫:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ আসে আজ

  • প্রকাশিত ০৫:১২ অপরাহ্ন শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে  ১৩ লাখ ডোজ আসে আজ
মডর্না টিকা
নিজস্ব প্রতিবেদক

 আজ  শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার মধ্যে প্রথম চালানে  ১২ লাখ ডোজ আসে। আগামি ৩রা জুলাই আসবে বাকি ১২ লাখ ডোজ। আজ এ টিকা গ্রহণ করতে রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্হ্য মন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত । 

গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেদিন এই টিকা ব্যবহারের জন্য ইমারজেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। গত ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সেদিন তিনি বলেন, ‘টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে পর্যায়ক্রমে প্রায় ৭ কোটি টিকা দেওয়ার কথা আমাদের।’ এর ঠিক এক দিন পরই কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র বলে টুইটারে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

মডার্নার টিকাটি গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় যুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গত ১৮ ডিসেম্বর ইউএস-এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেয়। মডার্নার এই টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই টিকার প্রথম ডোজ গ্রহণের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিনটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

সর্বশেষ