ভালুকায় দুস্থ স্বাস্থ্য সংস্থার উদ্যোগে শিক্ষা বৃত্তি চেক প্রদান
ইমন সরকার, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী ৪০ শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১২ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে বেসরকারী এনজিও সংস্থা ‘দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে‘র (ডিএসকে) উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি সংস্থাটির উপপরিচালক মির্জা রোকনুজ্জামান, ভালুকা ব্রাঞ্জ ম্যানেজার সুলতান উদ্দিন ও সিডষ্টোর ব্রাঞ্জ ম্যানেজার জয়নাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে এসএসসিতে জিপিএপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকা করে ও এইচএসসির ১৬ জনকে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মতামত দিন