• ২০২৫ Jul ১১, শুক্রবার, ১৪৩২ আষাঢ় ২৬
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জে ৮০ শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ সম্পন্ন

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ১১, ২০২৫
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জে ৮০ শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ সম্পন্ন
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জে ৮০ শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ সম্পন্ন 


মতিউল ইসলাম  (কক্সবাজার) প্রতিনিধি: 


কক্সবাজার উত্তর বনবিভাগের ফু্লছড়ি রেঞ্জে উদ্ধার হওয়া ৮০ শতক জমি অবৈধ দখলবাজদের কাছ থেকে দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হচ্ছে।


বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের পশ্চিম গজালিয়া নামক এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী বন সংরক্ষক ও ফু্লছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান।


এসময় নাপিতখালী বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরী, এফজি হাসান আলী, শাখাওয়াত, মোঃ হাসান, হেডম্যান মোহাম্মদ শফি আলম, ভিলেজার সাবেক মেম্বার জসিম উদ্দিন, মোকতার হোসেন, কালু, শুক্কুর ও হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বনবিভাগ সুত্রে জানায়,কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়, এসিএফ শীতল পালের সহযোগিতায় ফুলছড়ি রেঞ্জের অধীনে নাপিতখালী বিট এলাকার সংরক্ষিত বনের প্রায় ৮০ শতক জমি গত ৭ মে বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। বুধবার বন বিভাগ প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও বিলুপ্ত প্রজাতির গাছের চারা রোপন শুরু করে।


এই বিষয়ে বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,দীর্ঘদিন ধরে গেজেট ভুক্ত সংরকিত বনের জমি প্রভাবশালী মহলের দখলে ছিল। অবশেষে বন অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ দখল অপমুক্ত করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। বনভূমি উদ্ধার করে বনায়নের এই মহৎ কাজ চললাম থাকবে। অনুসন্ধানে আরো জানা গেছে,

 নাপিত খালী বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরী নাপিত খালী বিটে যোগদান করার পর। পাহাড় কাটা, অবৈধ বালি উত্তোলন, সরকারি বনের গাছ "নিধন" অনেকটা নিয়ন্ত্রণ করেছে। তিনি আরো বলেন সরকারি বনভূমি অবৈধ  দখলদারদের কোনভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহাসান বলেন,বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ চলমান থাকবে, চলুন - সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই,পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

সর্বশেষ