• ২০২৫ Jul ১৩, রবিবার, ১৪৩২ আষাঢ় ২৯
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার রামু কচ্ছপিয়া বিভীষণ বড়ুয়ার নিতর দেহ উদ্ধার করেছে পুলিশ!

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১৩, ২০২৫
কক্সবাজার রামু কচ্ছপিয়া বিভীষণ বড়ুয়ার নিতর দেহ উদ্ধার করেছে পুলিশ!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার রামু কচ্ছপিয়া বিভীষণ বড়ুয়ার নিতর দেহ উদ্ধার করেছে পুলিশ! 


 মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি :


কক্সবাজার রামু কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর (৬নং ওয়ার্ড) এলাকার সুরুত আলমের বাড়ির পশ্চিম পার্শ্বে নাইক্ষ্যংছড়ি খালের উত্তর পার্শ্বে পানিতে ভাসমান বালির মধ্যে আটকা অবস্থায় বিভীষণ বড়ুয়া নামে  এক ব্যক্তির নিতর দেহর সন্ধান মিলেছে। 


 বিভীষণ বড়ুয়া (৫৫)হলেন,

মৃত-কালাচান বড়ুয়ার পুত্র সাং- বড়ুয়াপাড়া (২ নং ওয়ার্ড), থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান। 


বিভীষণ বড়ুয়ার পুত্র রানা বড়ুয়া জানান, তার পিতা কে, গত ০৩ দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃত ব্যক্তি সম্পর্কে তিনি আরো জানায় তার বাবা মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন। 


পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বিভীষণ বড়ুয়ার সুরতহাল রিপোর্ট এসআই জুয়েল চৌধুরী প্রস্তুত করেছেন। পোস্টমর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের করা হয়েছে। 

পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর  প্রকৃত কারণ জানা যাবে।বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সর্বশেষ