• ২০২৫ Jul ১৮, শুক্রবার, ১৪৩২ শ্রাবণ ২
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটক

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ১৮, ২০২৫
কক্সবাজার টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটক
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটক



মতিউল  ইসলাম মতি (কক্সবাজার) প্রতিনিধি:


কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-১৫।

১৬ জুলাই বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

আটককৃত মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকার ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাদের ধাওয়া করে র‌্যাব শফির সহযোগী রুবেলকে একটি লোডেড অস্ত্রসহ আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রুবেলের দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি শটগান ও এলজির কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।


র‌্যাব অধিনায়ক জানান, অভিযানে ডাকাত শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।

তিনি আরও জানান, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতলে দীর্ঘদিন ধরে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। ডাকাত শফির বিরুদ্ধে ৫টি অপহরণ, ৪টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি, ৩টি মারামারি, ২টি হত্যা ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ার ১টিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ