• ২০২৫ অগাস্ট ০১, শুক্রবার, ১৪৩২ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অযৌক্তিক সুবিধা দিতে না পারায় উখিয়া থানার ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন! মতিউল ইসলাম (কক্সবাজার)

  • প্রকাশিত ১১:০৮ পূর্বাহ্ন শুক্রবার, অগাস্ট ০১, ২০২৫
অযৌক্তিক সুবিধা দিতে না পারায় উখিয়া থানার ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন!      মতিউল ইসলাম (কক্সবাজার)
File
মতিউল ইসলাম (মতি)

অযৌক্তিক সুবিধা দিতে না পারায় উখিয়া থানার ওসির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন! 


 মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজার উখিয়া থানার ওসির বিরুদ্ধে সুবিধাবাদীরা বিভিন্ন তকমা লাগিয়ে অযৌক্তিক  তকবির করতে গিয়ে কাজ না হলে, দোসররা বলে উপাধি দেয়া হয় এটি এখন চলমান ফ্যাশন। 


অনুসন্ধানে জানা গেছে, উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বিরুদ্ধে  ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক নিউজের কোন ধরনের সত্যতার মিল নেই। যা ভিত্তিহীন এবং বানোয়াট। 

স্থানীয়রা বলছেন অহেতু একজন বিচক্ষণ অফিসারের কাজের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তা কোনভাবে কাম্য নয়।ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রদ্রোহী, তারা এই দেশে ও জাতির উন্নয়নের কথা  চিন্তা করে না । একটি সুবিধাবাদী কুচক্রী মহলের ষড়যন্ত্রের একটি অংশ। 


কিছু মানুষ   সুবিধা ভোগ করতে না পেরে একজন সৎ  নিরহংকারী অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের ।অথচ একজন মানুষ সৎ কাজ করতে গেলে সবার প্রিয় হতে পারে না, তাই আরিফ হোসেনের বিরুদ্ধে  ষড়যন্ত্রকারীরা অযৌক্তিক  সুবিধা নিতে না পেরে কিছু লাইসেন্স বিহীন ফেসবুক সাংবাদিকরা নিরীহ মানুষটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ভিত্তিহীন সংবাদ পরিবেশন কারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল। এসব বিষয়ে উখিয়া থানার ওসি আরিফ হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,আমি কি করছি, না করছি যেখানে দায়িত্বে আছি সেখানকার মানুষ জানে, এবং আমার উ্দ্ধতন কর্মকর্তারা ও জানে। কিছু অসাধু লোক আমার কাছ থেকে অযৌক্তিক সুবিধা নিতে না পেরে, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র অপ্রচার চালাচ্ছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। একটি চক্র আমার স্বচ্ছ কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে উক্ত ভিত্তিহীন সংবাদের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ