ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ সুমন আটক
মতিউল ইসলাম (কক্সবাজার)
সম্প্রতি সময়ে ঈদগাঁও থানা পুলিশের অভিযানে পলাতক আসামীদের গ্রেফতার করে আলোচনায় আছেন। বিশেষ অনুসন্ধানে জানা গেছে ঈদগাঁও থানা পুলিশের গোয়েন্দা নজরদারির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মামলা থেকে পলাতক আসামীদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত ৪/৯/২৫ইং তারিখ ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা সহ আসামী এমদাদুল ইসলাম সুমন কে ধৃত করা হয়। এসংক্রান্তে ঈদগাঁও থানার মামলা নং -০৬(৯)/২৫ রুজু করা হয়। এছাড়া ১টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো: হানিফ, পিতা-মৃত মো: ইছাক, সাং গুমাতলী এবং বন-৪৬/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি জকরিয়া, পিতা জাফর আলী, সাং বোয়ালখালী, থানা ঈদগাঁ জেলা কক্সবাজার কে ধৃত করা হইয়াছে।
এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মছিউর এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, এই ধরনের অভিযান আগামীতে ও চলমান থাকবে।
মতামত দিন