• ২০২৫ সেপ্টেম্বর ১৭, বুধবার, ১৪৩২ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা

  • প্রকাশিত ১১:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা
ফাইল ছবি
সিলেট অফিস :

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা ৩টি পদে শেষ সময়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন ১০ প্রার্থীরা ৩টি পদ হল সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক ।

সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। এই সম্মেলনে সকল প্রার্থীদের বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। প্রার্থীরাও প্রত্যেকটি পাড়ায় ভোটারদের কাছে গিয়ে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। 


এক নজরে প্রার্থীরা 

সভাপতি পদে : সাবেক ছাএদল নেতা, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুমেল আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন, বিলুপ্ত হওয়া টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তসলিম উদ্দিন।


সাধারন সম্পাদক পদে :  সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক, সদর উপজেলার জাসাসের সাবেক সাধারন সম্পাদক রউফুজ্জামান কায়সার, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য, ৩২ নং ওয়ার্ড বিএনপির ইসলামপুর পাড়া কমিটির সাধারন সম্পাদক বেলাল আহমদ, বিএনপি সমর্থিত কর্মী শামসুজ্জামান বাবর ও মোঃ শাহ আলম হিলটন।


সাংগঠনিক পদে :  শাহ আলম, ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরান আহমদ ইমু ,সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক, বিএনপির টুলটিকর পাড়া কমিটির সহ-সভাপতি আব্দুল আহাদ পারভেজ।


৩২ নং ওয়ার্ডে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি পদে রুমেল আহমদের জনপ্রিয়তা বেশি জিয়াউর রহমান সুমনের নাম ও আলোচনায় রয়েছে। অপর দিকে সাধারন সম্পাদক পদে  চারজন প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন।সাংগঠনিক পদে রয়েছেন তিনজন  আলোচনায়।


সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। 

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানালেন ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন তিনি আরও জানান এখন ও ভেন্যু নির্ধারিত হয় নি।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর ধারাবাহিকতায় ৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কাউন্সিলের হচ্ছে তৃণমূলের কাউন্সিল ও কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ছে। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতাও বেড়েছে।


৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট মঞ্জুর ইলাহি সামী।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত অপি জানান,৩২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ভোট গ্রহনের ২৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।

সর্বশেষ