খরুলিয়ায় জামায়াত নেতাদের বড় ভাই পিচ্ছি সুলতান চুরির মালসহ আটক
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার থেকে চুরিকৃত দুটি কাঠ মেশিনসহ আটক হয়েছেন জামায়াত নেতাদের বড় ভাই পিচ্ছি সুলতান (প্রকাশ টোকাই সুলতান)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক সুলতান শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও খরুলিয়া বাজার বণিক সমিতির কার্যকরী সদস্য হোসাইন আহমদ এবং জামাত নেতা মোশারফের বড় ভাই। তিনি খরুলিয়া বাজার পাড়া এলাকার সলিমুল্লাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে মো. আক্তার কামাল দীর্ঘদিন ধরে খরুলিয়া বাজারে ফার্নিচারের ব্যবসা চালিয়ে আসছেন। গত ৯ সেপ্টেম্বর ভোর রাতে পিচ্ছি সুলতানের নেতৃত্বে দুর্বৃত্তরা তার ফার্নিচার কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দুটি রোটার মেশিন (মূল্য ১৮,০০০ টাকা), দুটি রন্দা মেশিন (মূল্য ৯,০০০ টাকা), একটি জিকসু মেশিন (মূল্য ৫,৫০০ টাকা), একটি হ্যামার মেশিন (মূল্য ৩,০০০ টাকা), একটি গ্রাইন্ডার মেশিন (মূল্য ২,৫০০ টাকা) ও একটি এমপ্লিফায়ার (মূল্য ১৫,০০০ টাকা)সহ মোট ৫৫,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় আক্তার কামাল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় সুলতানকে ১ নং আসামি করে অভিযোগ দায়ের করেন।
বুধবার সকালে চোরাইকৃত মাল বিক্রির উদ্দেশ্যে সুলতান বাজারে এলে জনতা তাকে চিনে ফেলে আটক করে। স্থানীয়রা জানায়, উত্তম-মধ্যম খাওয়ার পর সে চুরির ঘটনা স্বীকার করে এবং সাতটি চুরিকৃত মেশিনের মধ্যে দুটি মেশিন উদ্ধার করে দেয়। বাকি পাঁচটির অবস্থানও সে জানায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল করে তাকে পুলিশের হাতে তুলে দেন।
এলাকাবাসীর মতে, পরিবারে দুইজন দায়িত্বশীল ভাই থাকা সত্ত্বেও সুলতান নিয়মিত চুরিসহ অপকর্মে জড়িয়ে পড়ায় সচেতন মহলে বিস্ময় সৃষ্টি হয়েছে।
মতামত দিন