কক্সবাজার উখিয়া নদী থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতবর পাড়া তেচ্ছাখালী ব্রিজ এলাকায় একটি বস্তাবন্দি ভাসমান নারীর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ০৭ঘটিকার সময়।
স্থানীয় সূত্রে জানাগেছে, তেচ্ছাখালী ব্রিজের নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি বড় বস্তা দেখতে পান পথচারীরা। বস্তা থেকে দুর্গন্ধ বের হতে থাকায় স্থানীয়রা বিষয়টি উখিয়া থানায় খবর দেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে রাত পর্যন্ত লাশটি উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৬-৭ দিন পূর্বের অজ্ঞাত কারোর লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশটি পঁচে গলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বস্তাবন্দি অবস্থায় ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগের। অন্যান্য আইনি কার্যক্রমের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মতামত দিন