• ২০২৫ নভেম্বর ১২, বুধবার, ১৪৩২ কার্তিক ২৮
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ১২, ২০২৫
আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

আয়ারল্যান্ডের ৮ উইকেট নিয়ে দিন শেষ করল বাংলাদেশ


প্রথম দিনের খেলা শেষ সিলেট টেস্টের বাংলাদেশের বিপক্ষে  ৮ উইকেটে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড।


৭ উইকেট হারিয়েই দিন শেষ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর তাইজুল ইসলাম থাকছেন উইকেশূন্য। কিন্তু দিনের শেষ বলে জর্ডান নিলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়ে উইকেটশিকারে নাম লিখিয়েছেন তাইজুল।


আইরিশরা রিভিউ নিয়ে শুধু দিনের খেলা শেষ করাটাকে একটু বিলম্বিতই করতে পেরেছে। টিভি আম্পায়ার আউট নিশ্চিত করতেই বেল ফেলে দিয়েছেন আম্পায়ার। আয়ারল্যান্ড দিন শেষ করেছে ৮ উইকেটে ২৭০ রান তুলে।


দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাংলাদেশ আইরিশদের প্রথম দিনে অলআউট করতে পারেনি ফিল্ডিং ব্যর্থতায়। চারটি ক্যাচ মিস করেছেন তাঁরা, যার প্রথম তিনি প্রথম ৬ ওভারের মধ্যেই। আর তাতেই দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও কেইড কারমাইকেল ৯৮ রান যোগ করতে পারেন। এরপর অবশ্য নিয়মিতই উইকেট হারিয়েছে আইরিশরা।


৩ উইকেট নিয়ে দিনে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।


সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নিল ৩০, ম্যাকার্থি ২১*; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, হাসান মাহমুদ ১/৩২, রানা ১/৬৫, তাইজুল ১/৭২)। (প্রথম দিন শেষে)

সর্বশেষ