চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা
ফটিকছড়ির আলেমের মৃ.ত্যু
স্টাফ রিপোর্ট :
চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের হাটহাজারী উপজেলার মুছাবিয়া দক্ষিণ পাশে সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জীবনযাত্রার দ্রুতগতির সঙ্গে ছুটে চলা এক তরুণ আলেম—মাওলানা মোহাম্মদ কাঞ্চনের স্বপ্নময় পথচলা থেমে যায় মুহূর্তেই।
মাত্র ২০ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল যুবক ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড, উত্তর হাজীরখিল শাহ আমানত পাড়ার মোহাম্মদ আব্দুল জলিলের দ্বিতীয় পুত্র। বিনয়ী স্বভাব, নম্র আচরণ এবং গভীর ধর্মচর্চায় মনোযোগী হওয়ায় এলাকায় তিনি ছিলেন সকলের প্রিয় মুখ।
স্বজনদের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে হাটহাজারীর মুছাবিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে ভয়াবহ ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তাকে আর বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক কাঞ্চনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। মা-বাবা, ভাইবোন ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাজুড়ে নেমে আসে নীরবতা—এক সম্ভাবনাময় আলেমের এমন করুণ বিদায়ে সবাই শোকাহত।
মাওলানা কাঞ্চনের আকস্মিক মৃ.ত্যুতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাঙ্গনের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাদের ভাষ্য—এমন মেধাবী, ভদ্র ও আলোকিত তরুণকে হারানো শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।
মতামত দিন