• ২০২৫ ডিসেম্বর ১৮, বৃহস্পতিবার, ১৪৩২ পৌষ ৪
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভুট্টো হত্যা মামলার পলাতক আসামী রিদুয়ান গ্রেফতার

  • প্রকাশিত ০৯:১২ অপরাহ্ন বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
ভুট্টো হত্যা মামলার পলাতক আসামী রিদুয়ান গ্রেফতার
File
মতিউল ইসলাম (মতি)

ভুট্টো হত্যা মামলার পলাতক আসামী রিদুয়ান গ্রেফতার 


মতিউল ইসলাম


কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউপির মৌলভীপাড়ায় আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যাসহ ০৩ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করেছে  র‌্যাব-১৫


অনুসন্ধানে জানাগেছে, কক্সবাজার টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় নুরুল হক ওরফে ভুট্টো (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ১৫ মে ২০২২ তারিখ সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভিপাড়ায় প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উক্ত ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে প্রকাশিত হয়। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় নিহত ভিকটিম এর ভাই বাদী হয়ে গত ১৬ মে ২০২২ তারিখ হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।


এরই ধারাবাহিকতায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউপির মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ রিদুয়ান (২৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 


গ্রেফতারকৃত আসামী হলেন(১) মোহাম্মদ রিদুয়ান (২৮), পিতা-ফজল আহম্মদ

সাং-মৌলভীপাড়া,থানা-টেকনাফ।

র‍্যাব সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ