কক্সবাজার টেকনাফ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক!
মতিউল ইসলাম (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালীতে বিজিবির অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকারের চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়া গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. জামাল (৪৩)।
গত (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে প্রশিক্ষণপ্রাপ্ত নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় গাড়িটির স্টিয়ারিংয়ের নিচে লুকানো কালো স্কচটেপ মোড়ানো পাঁচটি পোটলা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন-৬৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদক, জব্দকৃত গাড়ি ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
মতামত দিন