• ২০২৬ জানুয়ারী ০১, বৃহস্পতিবার, ১৪৩২ পৌষ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্বাচনের আগে টঙ্গী ইজতেমা মাঠে কোনো জমায়েত হবে না, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল

  • প্রকাশিত ১২:০১ পূর্বাহ্ন বৃহস্পতিবার, জানুয়ারী ০১, ২০২৬
নির্বাচনের আগে টঙ্গী ইজতেমা মাঠে কোনো জমায়েত হবে না, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল
File
শহীদুর রহমান জুয়েল

নির্বাচনের আগে টঙ্গী ইজতেমা মাঠে কোনো জমায়েত হবে না, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল



সরকারি নির্দেশনা অনুযায়ী টঙ্গীর ইজতেমা মাঠে আসন্ন খুরুজের জোড় ও কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। ইতোমধ্যে খুরুজের জোড় উপলক্ষে নির্মিত প্যান্ডেল খুলে ফেলার কাজ শুরু হয়েছে।


তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বুধবার এ তথ্য জানান।



তিনি বলেন, আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি যারা আল্লাহর রাস্তায় চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের নিজ নিজ জেলা ও এলাকা থেকে অংশ নিতে বলা হয়েছে। টঙ্গী ইজতেমা মাঠে এ সময় কোনো ধরনের জমায়েত হবে না।


হাবিবুল্লাহ রায়হান জানান, সরকারি সিদ্ধান্তের প্রতি মুরুব্বিরা সবসময় শ্রদ্ধাশীল এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে টঙ্গীতে নির্বাচনপূর্ব সময়ে কোনো ধরনের খুরুজ, বিশ্ব ইজতেমা বা সমাবেশ আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ