• ২০২৬ জানুয়ারী ০৭, বুধবার, ১৪৩২ পৌষ ২৪
  • সর্বশেষ আপডেট : ০৫:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার অস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত ১২:০১ অপরাহ্ন বুধবার, জানুয়ারী ০৭, ২০২৬
কক্সবাজার অস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার অস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ 


মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজার রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে অস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার।

 ০৫/০১/২০২৬ খ্রি. তারিখ রামু থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

 ০৫/০১/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ৩/৪ জন ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধারকৃত গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সকাল ০৮:৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 


উদ্ধারকৃত আলামত:

১। ২টি তাজা রাইফেলের গুলি

২। ০৪টি শর্টগানের খালি খোসা

৩। ২টি বন্দুকের বাট

৪। ০৩টি বন্দুকের ট্রিগার বক্স

৫। ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ

৬। ০৩টি বন্দুক তৈরির যোগান

৭। ০১টি হাওয়ার মেশিন

৮। ০২টি বাটাল

৯। ০৫টি আড়ি ব্লেড ও ০১টি আড়ি ব্লেডের ফ্রেম ১০। ০১টি করাত ১১। ০১টি হাতুড়ি ১২ ০১টি প্লাস ১৩। ০৭টি ছোট-বড় রেথ ১৪। ০১টি শান দেওয়ার মেশিন ১৫। ০১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি

সর্বশেষ