• ২০২৬ জানুয়ারী ১১, রবিবার, ১৪৩২ পৌষ ২৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা সে বিষয়ে , জানাল ভারত

  • প্রকাশিত ০৫:০১ অপরাহ্ন রবিবার, জানুয়ারী ১১, ২০২৬
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা সে বিষয়ে , জানাল ভারত
সংগৃহীত ছবি: মুখপাত্র রণধীর জয়সওয়ালের
বিশেষ প্রতিনিধি

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী আকাশসীমা ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ভারত।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত বিমান পরিষেবা চুক্তির আলোকে বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর দিনক্ষণ ঘোষণা করেন। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

সূচি অনুযায়ী, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে রাত ১১টায় করাচি পৌঁছাবে। ফিরতি ফ্লাইট করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

এই নতুন রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

সর্বশেষ