আজ সোমবার শেষ হল চলতি বিপিএলের সিলেট পর্ব আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল।
ঘরের মাঠে সিলেটের জয়ে দর্শকরা রোমাঞ্চকর এক বিকেল কাটিয়েছেন তারা মাঠে থাকা দর্শকরা শুধু খেলার আনন্দই উপভোগ করেননি, পুরো স্টেডিয়াম যেন উৎসবমুখর হয়ে উঠেছিল।
দর্শকরা জানান, প্রতিটি বলের সঙ্গে আমাদের হৃদয়ও স্পন্দিত হচ্ছিল। শেষ ওভার পর্যন্ত উত্তেজনা ছিল চরম, মনে হচ্ছিল জয়-পরাজয় যেকোনো মুহূর্তে নির্ধারিত হতে পারে সিলেট টাইটান্সের এই জয় সত্যিই স্মরণীয়।'
তাদের একাগ্রতা এবং একে অপরকে সহযোগিতা করার মানসিকতা দর্শকদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এটি সত্যিই একটি টিম স্পিরিটের জয়।'
খেলা দেখতে আসা স্থানীয় ব্যবসায়ী জালাল বলেন, আজকের দিন সিলেটের ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয়।'
মতামত দিন