• ২০২৬ জানুয়ারী ১৩, মঙ্গলবার, ১৪৩২ পৌষ ৩০
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত ০৭:০১ অপরাহ্ন মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জামিরদিয়া ডোবালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজী জিয়াউর রহমান জিয়া। আয়োজনটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার এক অনন্য প্রতীক। তাঁর অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”


দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাঁরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।


মিলাদ মাহফিল শেষে দেশ ও জনগণের শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারী ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা।

সর্বশেষ