জুলাই সনদের পক্ষে শাজাহানপুর ছাত্রশিবিরের গণসংযোগ ও ক্যাম্পেইন
জুলাই সনদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাজাহানপুর উপজেলা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বি ব্লগ বাজারে সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইন চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং জুলাই সনদের উদ্দেশ্য, লক্ষ্য ও জনকল্যাণমূলক দিকগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করেন। তারা বলেন, জুলাই সনদ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় স্থানীয় জনগণ ক্যাম্পেইনে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। ছাত্রশিবির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গণভোটে সাধারণ মানুষ সচেতনভাবে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবে।
মতামত দিন