ধানী জমিতে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ দুপুরে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বাঁশকুটা বন্যাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে ওই এলাকার কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের প্রমাণ পাওয়া যায়।
এ সময় জমির মালিক হবিবর রহমানের ছেলে আল আমিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমি সংরক্ষণ ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কৃষিজমি রক্ষায় সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন