রামু থানা পুলিশের অভিযানে রাইফেলের গুলি এবং কার্তুজসহ আটক - ১
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার রামু থানা পুলিশের বিশেষ অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধারসহ ০১জন আসামী গ্রেফতার।
১৭/০১/২০২৬খ্রি. তারিখ রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে রামু থানাধীন ঈদগড় ইউপিস্থ পানিস্যাঘোনা সাকিনস্থ আসামী নূর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার এর বসতঘরের ভিতরে ধানের বস্তার ভিতর হতে ক) ১০ (দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, খ) শর্টগানের কার্তুজ ০২ (দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩(তিন) টি উদ্ধার পূর্বক ১৮/০১/২০২৬ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উপরোক্ত গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। আসামী দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সংক্রান্তে ০৫টি মামলা রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীঃ-নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬), পিতা- শহর আলী, সাং- পানিস্যাঘোনা, ৭নং ওয়ার্ড, ঈদগড় ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত আলামতঃ ক) ১০ (দশ) রাউন্ড চায়না রাইফেল এর গুলি, খ) শর্টগানের কার্তুজ ০২ (দুই) রাউন্ড ও শর্টগানের খালি খোসা ০৩ (তিন) টি।
মতামত দিন