• ২০২৬ জানুয়ারী ২৪, শনিবার, ১৪৩২ মাঘ ১১
  • সর্বশেষ আপডেট : ০৭:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

  • প্রকাশিত ০৭:০১ অপরাহ্ন শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন


ময়মনসিংহ-১১ (ভালুকা-১৫৬) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক)-এর নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভালুকায় প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি এসব ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন।


তিনি আরও বলেন, ঘটনার তথ্য-প্রমাণসহ একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রশাসনকে ব্যবহার করে তাঁর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার লোকদেখানো আচরণ করছে এবং জুলাই যুদ্ধের শহীদদের রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে মুহাম্মদ মোর্শেদ আলম অবিলম্বে পেশীশক্তির ব্যবহার বন্ধ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষার প্রশ্নে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহম্মেদ, নাছির উদ্দিন সরকার, ছারোয়ার জাহান এমরান, আবুল কালাম আজাদ, রুহুল আমীন ও সিরাজুল ইসলাম ঢালীসহ প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ