জৈন্তাপুরে বাসে মিলল ভারতীয় পণ্য, আটক ১
জৈন্তাপুর, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন লক্ষ বাহাত্তর হাজার পাঁচ শত টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক কারবারিকে আটক করা হয়েছে।
শ্রক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার সম্মুখে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেক পোস্ট বসিয়ে বাস তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় চোরাই বিভিন্ন ব্রান্ডের চকলেট, নিভিয়া বডি মিল্ক লোশন, সেসা আয়ুর্বেদিক চুলের তেল সহ বিভিন্ন জাত ক্রিম উদ্ধার করা হয়।
এঘটনার সাথে জড়িত চোরাকারবারি ঢাকা ডেমরা থানার সারুলিয়া আমতলা এলাকার মোঃ তৈয়ব আলীর ছেলে মনির হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কের উপর চেক পোস্ট বসানো হয়। তখন জাফলং থেকে আসা যাত্রীবাহী তিশা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের চকলেট যাহার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা, নিভিয়া বডি মিল্ক লোশন যাহার আনুমানিক বাজার মূল্য একষট্টি হাজার টাকা, সেসা আয়ুর্বেদিক চুলের তেল যাহার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ষোল হাজার টাকা বিভিন্ন জাত ক্রিম যাহার আনুমানিক বাজার মূল্য নব্বাই হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
উক্ত আসামি উল্লেখিত ভারতীয় অবৈধ মালামাল বাংলাদেশ সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কারণে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলার করা হয়েছে।
জসিম উদ্দিন
জৈন্তাপুর, গোয়াইনঘাট , সিলেট
তাং ২৪/০১/২০২৬ ইং
মতামত দিন