• ২০২৬ জানুয়ারী ২৬, সোমবার, ১৪৩২ মাঘ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেরপুরে মহিলা মেম্বরের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণ ও মারধরের অভিযোগ

  • প্রকাশিত ০৫:০১ অপরাহ্ন সোমবার, জানুয়ারী ২৬, ২০২৬
শেরপুরে মহিলা মেম্বরের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণ ও মারধরের অভিযোগ
File
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

শেরপুরে মহিলা মেম্বরের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণ ও মারধরের অভিযোগ


বগুড়ার শেরপুর উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং বাধা দিতে গেলে মারধরের অভিযোগ উঠেছে গাড়িদহ ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ড মহিলা মেম্বর বিউটি খাতুন (৩৬) সহ ৭ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

রবিবার (২৫ জানুয়ারি) ভুক্তভোগী সাইদুর রহমান (৩৫) বাদি হয়ে শেরপুর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সুত্রে ও সরে জমিনে গিয়ে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের বোংগা গ্রামের মৃত মোবার আলী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থিত ২৩ শতাংশ ভিটা জমি ভোগ-দখল করে আসছেন। গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মেম্বর বিউটি খাতুনের নেতৃত্বে খায়রুল ইসলাম (৪০), আবেদুর রহমান (৫০) ইব্রাহিম (৫৫), আসাদুর রহমান (৩০), ওয়াহেদ আলী (৩৩), আতিকুর রহমান ভুক্তভোগীর জমিতে প্রবেশ করে জোরপূর্বক রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এতে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে ভুক্তোভোগী সাইদুর রহমানকে মারধর করে গুরুতর জখম করে।

ভুক্তভোগী সাইদুর রহমানের দাবি, মহিলা মেম্বর ক্ষমতার দাপট দেখিয়ে তার নেতৃত্বে আমার জমি থেকে মাটি তুলে আমার জমির দখল করে রাস্তা নির্মান করে। এতে বাধা দিতে গেলে হামলা করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি রক্ষা পান। ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরোও জানান, বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের বসতভিটা ও জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত মহিলা মেম্বর বিউটি খাতুন বলেন, কোন মেম্বর জমি দখল করে রাস্তা করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে? তাদেরকে বার বার বলার শর্তেও জায়গা না দেওয়ায় এলাকাবাসী রাস্তা বের করেছে। সঙ্গে আমাকেও অভিযুক্ত করেছে।

এ বিষয়ে শেরপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) শাহাদৎ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অতিদ্রুত সমস্যা সমাধান করা হবে।

সর্বশেষ